যমূনা বাংলাদেশের অন্যতম বড়নদী। বড়ধুল ইউনিয়নটি যমূনা নদীর চরে অবস্থিত। ইউনিয়নের চারদিকেই যমূনা নদী। নৌকা বড়ধুল বাসীর যোগাযোগের অন্যতম বাহন। মূল যমূনা হতে অসংখ্য শাখা-প্রশাখা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলেছে। বড়ধুল ইউনিয়নে মাছের প্রাচুর্যতা রয়েছে। প্রাকৃতিক সৌদন্দর্যের অপরুপ লীলাভূমি বড়ধুল ইউনিয়ন। নির্মল বাতাস এখানকার জনগণের নিত্যদিনের মনের খাবার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস