বড়ধুল ইউনিয়নটি যমূনা নদীর চরে অবস্থিত। এখানে রয়েছে সবুজের সমারোহ। ঘাসে ঘাসে ভরপুর যমুনার চরসমূহ। তাই পশুপালন করা অত্যন্ত সুবিধাজনক। ঘরে ঘরে রয়েছে গরু ছাগলের পাল। দিনের বেলায় মাঠে হাজার হাজার গরু ছাগলা চড়াতে দেখা যায়। সত্যি অত্যন্ত চমৎকার দৃ্শ্যের অবতারনা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS